ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচার চেষ্টায় কক্সবাজার বিমানবন্দরে ২ আটক
কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৫,১০০ ইয়াবা উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে নিয়মিত মালামাল তল্লাশির সময় এই ঘটনা ঘটে। আটক দুজন হলেন— মাদারীপুর জেলার জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার তানভীর আহমদ (৩০)। তানভীর বিমানবন্দরের চাকরীচ্যুত কর্মী।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ইলিয়াস খান) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “বেলা ১১:২৫ মিনিটের কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলা ফ্লাইটে ওঠার জন্য সকাল সোয়া ১০টার দিকে তারা বিমানবন্দরে আসেন। মালামাল স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে ক্রিকেট ব্যাট ভেঙে দেখা হয়। এতে ভেতরে বিশেষ কৌশলে লুকানো ইয়াবা পাওয়া যায়।”
ওসি আরও বলেন, আটক দুজনকে কক্সবাজার সদর থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে।