ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

একনেকে ৬৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

চেকপোস্ট ডেস্ক::

ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ হাজার ৫০৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১৭ আগস্ট) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানো ৩টি প্রকল্প অন্তর্ভুক্ত। মোট প্রকল্প ব্যয় ৬,৫০৬ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩,৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২,৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ও অন্তর্বর্তী সরকারের ১৩তম একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো- কৃষি মন্ত্রণালয়: আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: বিদ্যমান ৩৩/১১ কেভি আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন। শিল্প মন্ত্রণালয়: বিএমআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লি. (২য় সংশোধিত) প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: ৫টি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন (১ম সংশোধিত)। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: ঢাকাস্থ আজিমপুর সরকারি কলোনির বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-সি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের বহুতল আবাসিক ভবন নির্মাণ। স্থানীয় সরকার মন্ত্রণালয়: ঢাকা ও বান্দরবানের নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সম্প্রসারণ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়: চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৪:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
৫১৯ বার পড়া হয়েছে

একনেকে ৬৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আপডেট সময় ০৪:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ হাজার ৫০৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১৭ আগস্ট) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানো ৩টি প্রকল্প অন্তর্ভুক্ত। মোট প্রকল্প ব্যয় ৬,৫০৬ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩,৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২,৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ও অন্তর্বর্তী সরকারের ১৩তম একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো- কৃষি মন্ত্রণালয়: আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: বিদ্যমান ৩৩/১১ কেভি আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন। শিল্প মন্ত্রণালয়: বিএমআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লি. (২য় সংশোধিত) প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: ৫টি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন (১ম সংশোধিত)। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: ঢাকাস্থ আজিমপুর সরকারি কলোনির বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-সি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের বহুতল আবাসিক ভবন নির্মাণ। স্থানীয় সরকার মন্ত্রণালয়: ঢাকা ও বান্দরবানের নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সম্প্রসারণ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়: চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন।