হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুদকের অভিযান, খাবারে অনিয়ম শনাক্ত
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রোববার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়া নেতৃত্বে একটি দল হাসপাতাল চত্বর ঘুরে পরিস্থিতি পরিদর্শন করেন।
উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়া জানান, হাসপাতালের অব্যবস্থাপনা, পরিস্কার পরিচ্ছন্নতা ও খাবারের মান নিয়ে অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। যদিও অন্যান্য খাবারের আইটেম যথাযথ ছিল, সকালের নাস্তার পাওরুটিতে কোনো লঘু পাওয়া যায়নি। তিনি বলেন, “এই রুটি কোথা থেকে এসেছে বা মেয়াদ কতদিন তা জানা সম্ভব নয়। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।”
তিনি আরও বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা মোটামুটি ঠিক আছে, তবে তাদের আগেভাগে প্রস্তুতি নেওয়ার কারণে তা দেখা গেছে। ২৫০ শয্যার হাসপাতালে রোববার ৫০০-এর বেশি রোগী ভর্তি থাকায় কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার চিত্র দেখা দিয়েছে। হাসপাতালের আরএমও জানিয়েছেন, ডাক্তার ও নার্সসহ জনবল সংকটের কারণে সমস্যা দেখা দিয়েছে।
উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে এবং শিগগিরই কোনো প্রি-নোটিশ ছাড়াই পুনরায় অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, “আমরা আমাদের সাধ্যমতো পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করছি। তবে ব্যবহারকারীদেরও সচেতন হওয়া প্রয়োজন। পর্যাপ্ত জনবল থাকলে সমস্যা সমাধান সম্ভব।”