জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়ন প্রক্রিয়া শুরু-ড. আ ফ ম খালিদ হোসেন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে শুক্রবার সকালে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক এবং মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, “সরকার ইতোমধ্যে একটি রোডম্যাপ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সেই অনুযায়ী বাকি কাজ সম্পন্ন করবে। আমরা আশা করি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন হবে। পুলিশের ট্রেনিং, সেনা সদস্য নিয়োগ এবং অফিসের বিন্যাসসহ যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ ও সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। আমরা চাই গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাই।”