মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডে ৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুলকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক এম.ডি. আকবর আজাদ, সদস্য সচিব মো. একরামুল কবীর এবং যুগ্ম-আহ্বায়ক এম. আবজাল হুসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল গফফার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমান, সদস্যরা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, এমদাদুল হক তালুকদার, সাইদুর রহমান তালুকদার, মো. নাসির আহম্মেদ মল্লিক
শনিবার বেলা ১১টায় কমিটি মোরেলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এইচএম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক গনেশ পাল, সহ-সভাপতি জামাল হোসেন বাপ্পা, সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক এম.পলাশ শরীফ।
মতবিনিময় সভায় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই এখনও তালিকায় অন্তর্ভুক্ত হননি। বিগত সরকারের আমলে দলীয় প্রভাবে কিছু অমুক্তিযোদ্ধাদের তালিকায় রেখে সুবিধা দেওয়া হয়েছে। আমরা সরকারের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি, দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা হোক।”