সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে চুলকাটি প্রেসক্লাবের মানববন্ধন
প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসি এবং বাংলাদেশের কাগজ পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটের চুলকাটি প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। একই সঙ্গে সাগর-রুনি, হুমায়ুন কবির বালু, মানিক সাহাসহ পূর্বে সংঘটিত সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চুলকাটি প্রেসক্লাব সভাপতি সেকেন্দার মোড়ল (দৈনিক প্রবাহ) এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরন (দৈনিক আমার দেশ)। এসময় বাগেরহাট প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বাগেরহাট ও আশপাশের বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।