বানিয়াচংয়ে পাপন গোপকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
হবিগঞ্জের বানিয়াচংয়ে ফেসবুকে হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে অভিযুক্ত পাপন চন্দ্র গোপ (২২) ও তার সহযোগীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট বিকেল ৩টায় ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে স্থানীয় শহীদ মিনারে সমবেত হন। বানিয়াচংয়ের আলেম সমাজ ও সর্বস্তরের মুসলিম জনতা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।
পরে শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আল্টিমেটাম দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও থানা পুলিশ সভাস্থলে উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা। তিনি অতি দ্রুত পাপন গোপকে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।