লাখাইয়ে সরকারি সার পাচারের ঘটনায় কৃষি কর্মকর্তা শোকজ
হবিগঞ্জের লাখাইয়ে সরকারি জৈবসার পাচারের অভিযোগে উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলাল গোপকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় ফ্রিপ গ্রুপের প্রদর্শনী কৃষকদের নামে বরাদ্দকৃত ২৫ বস্তা জৈবসার স্থানীয় বুল্লা বাজারের সার, বীজ ও কীটনাশক ডিলার আব্দুর রহমানের কাছে পাচার করা হয় বলে অভিযোগ ওঠে।
উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সার জব্দ করেন। তিনি জানান, পাচারের সঙ্গে জ্যোতিলাল গোপ জড়িত থাকায় কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত জবাব দিতে তাকে শোকজ করা হয়েছে। চিঠির অনুলিপি জেলার উপপরিচালক আকতারুজ্জামানকেও পাঠানো হয়েছে।
জেলার উপপরিচালক আকতারুজ্জামান বলেন, “শোকজ নোটিশের অনুলিপি পেয়েছি। উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জেলা পর্যায় থেকে পদক্ষেপ নেওয়া হবে।”
অভিযুক্ত জ্যোতিলাল গোপ শোকজ নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, “আমি যখন উনার অধীনে চাকরি করি, নোটিশ তো করতেই পারেন।”
এ ঘটনায় অভিযুক্ত ডিলার আব্দুর রহমান দোকান বন্ধ করে পলাতক রয়েছেন। ঘটনার পর থেকে উপজেলা জুড়ে তোলপাড় চলছে।