খুলনার দিঘলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, যুবক আটক
পুলিশের বিশেষ অভিযানে দিঘলিয়া উপজেলার দেয়াড়া এলাকা থেকে দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলি সহ আমিরুল শেখ (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়।
আটক আমিরুল শেখ দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের খালেক শেখের ছেলে। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, চলমান অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দেয়াড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির চিলে কোঠা থেকে দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড গুলি এবং গরু জবাই করার জন্য ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে দিঘলিয়া সার্কেল এসপি পরিদর্শন করেন। ওসি জানান, আটক যুবকের বিরুদ্ধে দ্রুত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।