গংগাপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গংগাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গংগাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী মাইনউদ্দিন এবং সঞ্চালনা করেন আনু মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক সহিদুল আলম নাসিম কাজী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল এবং উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী।
মতবিনিময় সভায় মূল দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষক দল, মহিলা দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভা শুরুর আগে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি স্বেচ্ছাসেবক দলের সভাপতি কালাম মুন্সি এবং সাধারণ সম্পাদক তারেক বদ্দারের নেতৃত্বে সভাস্থলে পৌঁছে।