জমি দখল চেষ্টায় হুমকির মুখে অসহায় পরিবার
সাতক্ষীরার বাবুলিয়ায় আদালতের নির্দেশ অমান্য করে পৈত্রিক সম্পত্তি ও তার সামনের সরকারি জমি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (তারিখ) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে বাবুলিয়া গ্রামের মৃত চিত্তরঞ্জন ভারতীর ছেলে তপন কুমার ভারতী জানান, বাবুলিয়া মৌজার জে এল নং-৭, এসএ খতিয়ান ৬৬১, বিএস খতিয়ান ১৩৪২, এসএ দাগ ১৬৭, বিএস দাগ ৮১২ এই দাগে ৪ শতক পৈত্রিক সম্পত্তির মালিক তিনি। ওই সম্পত্তির সামনে বিএস দাগ ৮১৩-এর ৪ শতক জমির মালিক পানি উন্নয়ন বোর্ড। সামনের মালিক হিসেবে এই সরকারি জমির ডিসিআর পাওয়ার দাবিদার তিনি ও তার কাকা মনীন্দ্র ভারতী। সেখানে তাদের দোকানও ছিল।
তপন কুমার ভারতীর অভিযোগ, স্থানীয় হোসেন আলী নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ওই সরকারি জমি দখল করে আসছেন এবং অতীতে তাদের দোকানঘর ভাঙচুরও করেছেন। বর্তমানে আবারও কৌশলে জমিটি ডিসিআর নেওয়ার পাঁয়তারা করছেন তিনি। অথচ ওই জমির সামনের দিকে হোসেন আলীর কোনো ব্যক্তিগত জমি নেই।
তিনি জানান, এই সরকারি জমির ওপর দিয়ে একটি পুরোনো রাস্তা রয়েছে, যা দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ শত শত মানুষ যাতায়াত করে। রাস্তার পাশে একটি সরকারি টিউবওয়েল রয়েছে, যা বহু মানুষের পানির চাহিদা পূরণ করে। অভিযোগ অনুযায়ী, হোসেন আলী ওই রাস্তা ও টিউবওয়েলসহ জমিটির ডিসিআর নিতে চাইছেন।
তপন কুমার ভারতীর দাবি, হোসেন আলী জমিটি ডিসিআর নিতে পারলে তাদের স্বপরিবারে উচ্ছেদ করার হুমকি দিচ্ছেন। তারা অসহায় পরিবার হিসেবে ভ্যান ও সাইকেল মেরামত করে জীবিকা নির্বাহ করেন, আর তার কাকা মনীন্দ্র ভারতীর একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে।
পৈত্রিক সম্পত্তি ও জীবিকার একমাত্র অবলম্বন রক্ষায় এবং সরকারি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে মনীন্দ্র ভারতীসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।