৩১ দফা সংস্কার প্রস্তাবনা ঘরে ঘরে পৌঁছাতে হবে-আব্দুল আহাদ জামাল
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সিলেট-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আহাদ জামাল বলেছেন, “দেশের মানুষ বহু প্রতীক্ষিত ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব হয়ে আছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে।”
তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষ দেখে ৭১, ২৪ ও ৯০-এর পরাজিত শত্রুরা নির্বাচনে বিঘ্ন ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত। এসব মোকাবিলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমার রেলগেইট পয়েন্টে উপজেলা জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ ও প্রচারণা মিছিল-পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান এবং যৌথ সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক ও সদস্য সচিব নুরুল আমিন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও প্রচারণা মিছিল রেলগেইট থেকে শুরু হয়ে ক্বীনব্রিজের মুখে সমাবেশের মাধ্যমে শেষ হয়।