হবিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও অস্ত্র উদ্ধার
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সেনাবাহিনীর পৃথক তিনটি অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতভর এসব অভিযান চালানো হয়।
রাত সাড়ে ৯টার দিকে ক্যাপ্টেন সামিউল আজিমের নেতৃত্বে সেনাবাহিনী উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতকর্ণ পাড়ায় অভিযান চালায়। এ সময় সোহাগ মিয়ার বাড়ি থেকে ৮০০ গ্রাম গাঁজা, ৬ পিস ইয়াবা, একটি রামদা, ৪টি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোহাগ মিয়া (হাবিবুর রহমানের পুত্র), জুয়েল মিয়া (নূর ইসলাম মিয়ার পুত্র) এবং শান্ত ওরফে শাহিন মিয়া (জামী’র হোসেনের পুত্র)কে গ্রেফতার করা হয়।
রাত সাড়ে ১১টার দিকে ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের আমীরখানী মহল্লায় অভিযান চালিয়ে আবদাল মিয়া (ইউনুস আলীর পুত্র)কে গ্রেফতার করা হয়। তার ঘর থেকে ৬০ পিস ইয়াবা, দুই প্যাকেট পুয়েল পেপার ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
রাত ১টার দিকে একই ইউনিয়নের গরীব হোসেন মহল্লায় অভিযান চালিয়ে শীর্ষ ইয়াবা ডিলার সাজ্জাদ মিয়া ওরফে হোন্ডা সাজ্জাদ (মৃত আব্দুল হাইয়ের পুত্র)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বড় চাকু, ১৩ পিস ইয়াবা, পুয়েল পেপার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রাত ২টা ১৫ মিনিটে বানিয়াচং থানায় আটক পাঁচজন ও জব্দ করা মাদক ও অস্ত্র সোপর্দ করা হয়। বানিয়াচং থানার ডিউটি অফিসার এসআই জিয়াউর রহমান জানান, মাদক আইনে একটি মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে জুয়েল মিয়া ও হোন্ডা সাজ্জাদ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সাজ্জাদ মিয়া মোটরসাইকেলে যাত্রী পরিবহনের আড়ালে মাদক ডিলিং করতেন এবং স্থানীয়ভাবে ‘হোন্ডা সাজ্জাদ’ নামে পরিচিত।