শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ‘কলিজা খুলে ফেলার’ হুমকি, অডিও ভাইরাল
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলামকে ‘কলিজা খুলে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগে একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই কল রেকর্ডে কণ্ঠস্বরটি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়ার বলে দাবি করা হচ্ছে।
অভিযোগিত ১ মিনিট ৫২ সেকেন্ডের কল রেকর্ডে এক ব্যক্তিকে ক্ষোভভরে বলতে শোনা যায়- “আপনার কত বড় কইলজা অইছে আমি দেখমু আপনারে… আমি তার কইলজা খুলিয়ালামু, আপনার কইলজাও খুলবো।”
এসময় শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথোপকথনে গালিগালাজ, হুমকি এবং ‘আমি আপনাকে দেখে নেব’ এমন বক্তব্যও শোনা যায়। কথোপকথনে আরও উল্লেখ আছে একজন কোঅর্ডিনেটর নিয়ে তদবির ও প্রবেশাধিকারের প্রসঙ্গ।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম বলেন, “আমি একটা মিটিংয়ে আছি। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”
ভাইরাল অডিওর সত্যতা নিয়ে প্রশ্ন করলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, “আপনার যা বুঝে নেওয়ার, বুঝে নিন।”
অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল গফুর ভূইয়া দাবি করেন, কল রেকর্ডটি তার নয় এবং এটি সম্পাদনা (এডিট) করে ছড়ানো হয়েছে। এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেন, “এ বিষয়ে আমি অবগত নই। তবে যদি হয়ে থাকে, তা দুঃখজনক এবং এ ধরনের ঘটনা হওয়া উচিত না।”
ভাইরাল কল রেকর্ডটি সত্য নাকি সম্পাদিত, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।