খুলনা শিশু হাসপাতালে মুনীর আহমেদের অপসারণ দাবিতে স্মারকলিপি জমা
খুলনা শিশু হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতালের এডহক কমিটির সদস্য মুনীর আহমেদকে অপসারণের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে তারা মুনীর আহমেদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে তার অবিলম্বে পদত্যাগের দাবি জানান।
স্মারকলিপিতে বলা হয়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো: আল আমিন রাকিব এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা শীলা হালদারকে অনিয়মের অভিযোগে অপসারণ করা হয়েছিল। কিন্তু মুনীর আহমেদ তাঁকে পুনঃবহাল করার পক্ষে আছেন।
তারা বলেন, মুনীর আহমেদ তাকে “আওয়ামী দলের দোসর” আখ্যায়িত করে বলেন, তিনি সেই ব্যক্তি যিনি দুর্নীতিবাজ ও বিতাড়িত কর্মকর্তাদের পুনর্বহাল করতে চাচ্ছেন, যা হাসপাতালের স্বার্থে বিপজ্জনক।
অবশেষে, খুলনা শিশু হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা মুনীর আহমেদকে অবাঞ্চিত ঘোষণা করে সাত কর্মদিবসের মধ্যে তার অপসারণ এবং বিতাড়িত দুই কর্মকর্তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দাবি জানান।