‘এক কর্পোরেশন এক কমিশন’ দাবিতে শাহজালাল সার কারখানায় অবস্থান কর্মসূচি
সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানার (এসএফসিএল) শ্রমিক-কর্মচারীরা ‘এক কর্পোরেশন এক কমিশন’সহ তিন দফা দাবিতে অবস্থান ও গেট মিটিং কর্মসূচি পালন করেছেন। সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত কারখানার তিন নম্বর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসএফসিএল-এর সর্বস্তরের শ্রমিক-কর্মচারীর ব্যানারে প্রায় দুই শতাধিক শ্রমিক-কর্মচারী প্লে-কার্ড হাতে নিয়ে স্লোগান দেন। এতে নেতৃত্ব দেন হোসাইন আহমদ পাটোয়ারী শিপন ও আমিনুল ইসলাম শ্যামল। কর্মসূচি শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কারখানার বিভিন্ন প্লান্ট এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন চত্বরে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিসিআইসির (BCIC) একই কর্পোরেশনে দুই ধরনের কমিশন চালু থাকায় বৈষম্যের শিকার হচ্ছেন তারা। এক কমিশনের আওতায় থাকা কর্মীরা সরকার ঘোষিত সুযোগ-সুবিধা অবিলম্বে পান, অন্যদিকে আরেক কমিশনের আওতাভুক্ত শ্রমিকরা তা থেকে বঞ্চিত হন। বিশেষ করে সরকার ঘোষিত বিশেষ প্রণোদনার ক্ষেত্রে এ বৈষম্য প্রকট হয়ে উঠেছে।
তারা আরও জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে শাহজালাল সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে কারখানা বন্ধ থেকে প্রতিদিন প্রায় আড়াই কোটি টাকা লোকসান হচ্ছে, কারখানার আয়ুষ্কাল কমছে এবং শ্রমিক-কর্মচারীরা প্রাপ্য সুবিধা পাচ্ছেন না।
তিন দফা দাবি
১. একই কর্পোরেশনের আওতায় এক কমিশন বাস্তবায়ন।
২. এসএফসিএল-এ সারা বছর নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা।
৩. ২০২৩ সালের ঘোষিত ৫% বকেয়া প্রণোদনা ও ১৫% বিশেষ প্রণোদনা দ্রুত কার্যকর করা; নিয়মিত প্রমোশন, উচ্চতর গ্রেড এবং লাম্পগ্রান্ট বাস্তবায়ন।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।