সাবেক ইউপি সদস্য ফিরোজ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য এবং রাইপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম ফিরোজ খানের (৬৪) রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বাদ জোহর স্থানীয় জামালচর জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় গ্রামবাসী ছাড়াও আশপাশের এলাকা থেকে বহু মানুষ অংশগ্রহণ করেন। মাহফিল শেষে মরহুমের পরিবারের পক্ষ থেকে এতিমখানা ও উপস্থিত সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ফিরোজ খান গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা মরহুম ফিরোজ খানের সামাজিক ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। উপস্থিত অনেকেই তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।