ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে-জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

সুকমল চন্দ্র বর্মন, কালাই, জয়পুরহাট::

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়, তবে তা যথেষ্ট হ্রাস করা যায়। দুর্নীতির কারণে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বায়তুল মোকাররমের খতিবসহ অনেকেই পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, দেশের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা দরকার, এমনকি তিনি নিজেও যেকোনো সময় খোঁজখবর নিতে প্রস্তুত।

সোমবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে দুদক ও জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, যদি সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করি, তাহলে দুর্নীতি অনেকাংশে কমানো সম্ভব হবে। এছাড়া, গণশুনানিতে উঠে আসা অভিযোগ দ্রুত অনুসন্ধান করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
৫২৭ বার পড়া হয়েছে

দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে-জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

আপডেট সময় ০৫:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়, তবে তা যথেষ্ট হ্রাস করা যায়। দুর্নীতির কারণে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বায়তুল মোকাররমের খতিবসহ অনেকেই পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, দেশের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা দরকার, এমনকি তিনি নিজেও যেকোনো সময় খোঁজখবর নিতে প্রস্তুত।

সোমবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে দুদক ও জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, যদি সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করি, তাহলে দুর্নীতি অনেকাংশে কমানো সম্ভব হবে। এছাড়া, গণশুনানিতে উঠে আসা অভিযোগ দ্রুত অনুসন্ধান করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী।