খুলনার সুপার জুট মিলে অগ্নিকান্ড, ঘণ্টাব্যাপী নির্বাপণ অভিযান চলছে
খুলনার ফুলতলা উপজেলায় অবস্থিত বেসরকারি সুপার জুট মিলটিতে রাত ৯ টা ৩৫ মিনিটে আগুন লাগে। খুলনা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, প্রথম ইউনিট আগুন লাগার খবর পেয়ে রাত ৯:৩৫ মিনিটে রওনা দেয় এবং পর্যায়ক্রমে ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ চালায়। রাত ১০:৪১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে জুট মিলে পাটের অংশে আগুন লাগার কারণে এখনোও ধোঁয়া বের হচ্ছে। এ কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো নির্বাপণ কাজ অব্যাহত রেখেছে।