সাংবাদিক তুহিন হত্যা: সাতক্ষীরায় মানববন্ধন, বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ স. ম. আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে রাষ্ট্র ব্যর্থতায় পরিণত হবে। সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন জরুরি। সরকারের কার্যকর পদক্ষেপ না থাকলে এর দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আবুল কাসেম। বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসেন (ইমু), প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের মো. আসাদুজ্জামান, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, চ্যানেল টুয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁসহ অনেকে।
বক্তারা জানান, দক্ষিণাঞ্চলে সাংবাদিক হত্যা মামলাগুলোর বিচার এখনও শেষ হয়নি মানিক সাহা, শামসুর রহমান কেবল, শহীদ স. ম. আলাউদ্দীন, বেলাল হোসেনসহ অনেক সাংবাদিক হত্যার বিচার ঝুলে আছে। সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা প্রেসক্লাবে হামলা ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবে সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায়ও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান—সাংবাদিকদের ওপর সব ধরনের সহিংসতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে, নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এবং দেশের সাংবাদিক সমাজ একযোগে প্রতিবাদ জানাবে।