গাজায় একদিনে নিহত ৭২, মোট প্রাণহানি ছাড়ালো ৬০ হাজার
ফিলিস্তিনের গাজার উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা থেমে নেই। গতকাল (৮ আগস্ট) একদিনে ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে অন্তত ৭২ জন নিহত এবং প্রায় ৩১৪ জন আহত হয়েছেন। এতে গাজায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬০,৩৩০ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, হাসপাতালে আনা নিহত-আহতর হিসাবেই এই সংখ্যা প্রকাশ করা হয়েছে। ধ্বংসস্তূপ ও রাস্তার নিচে আরও অনেক মৃতদেহ রয়েছে, যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি।
এদিন নিহতদের মধ্যে ১৬ জন ত্রাণ নিতে গিয়েও নিহত হয়েছেন। খাদ্য ও ত্রাণের জন্য গাজায় আগত ফিলিস্তিনিদের ওপরও নির্বিচারে গুলির ঘটনা ঘটছে। এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে মোট ১,৭৭২ জন প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাদ্য ও ত্রাণের প্রবেশ সীমিত হয়ে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। অপুষ্টিতে মারা গেছেন ২০১ জন, যাদের মধ্যে ৯৮ জন শিশু।
গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিশ্বব্যাপী এই বর্বরতার প্রতিবাদ ও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি