লাখাইয়ে জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন সফল করতে দিনব্যাপী কর্মশালা
জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন এবং পরিচালনা করেন স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম।
প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈমুল রহমান পিয়াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী, কারীমিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি ইকবাল হোসাইন, ভোরের ডাক প্রতিনিধি এম. এ. ওয়াহেদ, আনসার ভিডিপির প্রশিক্ষক মোর্শেদ আলমসহ আরও অনেকে।
কর্মশালায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলার ৭০ হাজার শিশু ও ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েড প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হবে। এর আওতায় ৭–৮ বছর বয়সী শিশু ও ৯ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা টিকা পাবে।
টিকা গ্রহণে আগ্রহীদের vxepi.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে। জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদন করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই ওয়েবসাইটের মাধ্যমে কিংবা ইমেইল [email protected]-এ যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মশালায় বলেন, এই ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে জনসচেতনতা, প্রচার-প্রচারণা এবং সকল স্তরের অংশগ্রহণ অপরিহার্য। এজন্য সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করা হয়।