রাজশাহীতে দুই মাথা নিয়ে শিশুর জন্ম
রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে বিরল ঘটনা—দুই মাথা বিশিষ্ট একটি শিশুর জন্ম হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে সুমাইয়া নামের এক প্রসূতি এই বিশেষ শিশুটির জন্ম দেন।
সুমাইয়া রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকার মুদি দোকানি গোলাম আযমের স্ত্রী। প্রসবের পরপরই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, “শিশুটি দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে, তবে বর্তমানে মা ও শিশু দুজনেই স্থিতিশীল রয়েছে।”
এই খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই কৌতূহলবশত শিশুটিকে দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন।
ট্যাগস :