খুলনায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
জুলাই গণআন্দোলনের শহীদদের স্মরণে এবং তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ। গতকাল (৩১ জুলাই) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় এই অনুষ্ঠান আয়োজন করে, যার সহযোগিতায় ছিল খুলনা জেলা প্রশাসন ও খুলনা সিটি কর্পোরেশন।
সমাবেশের শুরুতে জুলাই আন্দোলনের সকল শহীদের মা ও পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে প্রধান অতিথি বলেন, “জুলাইয়ের চেতনা আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। জুলাই বিপ্লবের আগের বাংলাদেশ এক ভয়াবহ রাজনৈতিক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছিল। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই আন্দোলন আমাদের দিয়েছে একটি নতুন বাংলাদেশ, দিয়েছে মুক্তির পথ।”
তিনি আরও বলেন, “এই সংগ্রামে অনেকে তাদের সন্তানকে হারিয়েছেন। একজন মা কিংবা বাবার জন্য সন্তান হারানোর যন্ত্রণা কেবল তারাই অনুভব করতে পারেন। শহীদদের আর ফিরিয়ে আনা যাবে না, তবে তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সময়ের দাবি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহীদ শেখ সাকিব রায়হানের মা নুরুন নাহার বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) আবু সিদ্দিক শুভ্র, মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর সহকারী সেক্রেটারি জেনারেল মুন্সি মঈনুল ইসলাম, গণঅধিকার পরিষদের সদস্য শেখ রাশেদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, শিক্ষার্থী সাইফ নেওয়াজ ও ‘জুলাই কন্যা’ সামসুন নাহার নিশি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা।
শুরুর দিকে জুলাই গণআন্দোলন বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন।
সমাবেশে শহীদ পরিবার, অভিভাবক, ছাত্র প্রতিনিধি এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন।