লাখাই ফুলবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু শিবির, ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
হবিগঞ্জের লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে পশ্চিমভাগ দরবার শরীফের পূর্বপুরুষদের স্মরণে ভক্ত-মুরিদানদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক সেবামূলক কার্যক্রম—বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্প।
রবিবার (৩ আগস্ট) সকাল ১০টায় ফুলবাড়িয়া সিদ্দিকীয়া খানক্বা শরীফ প্রাঙ্গণে এ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমভাগ দরবার শরীফের বর্তমান পীর সৈয়দ নাসির উদ্দীন জুয়েল।
চক্ষু শিবিরে ছানি নির্ণয়, প্রাথমিক চিকিৎসা ও অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস), ঢাকা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী।
চিকিৎসা সেবায় আরও ছিলেন- ডাঃ মোঃ জাহিদ হাসান, মেডিকেল অফিসার, ইবনে সিনা হাসপাতাল, সিলেট, মোঃ রেজাউর রহমান রিয়াদ, অপটমেট্রিস্ট, ডাঃ সাহিদ চক্ষু হাসপাতাল, হবিগঞ্জ, নাহিদ হাসান চৌধুরী, ডিবিএল প্রজেক্ট ইনচার্জ, ডাঃ সাহিদ চক্ষু হাসপাতাল
চিহ্নিত রোগীদের ছানি অপারেশন করা হয় হবিগঞ্জের ডাঃ সাহিদ চক্ষু হাসপাতালে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ শাহীন মিয়া।
উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি ক্বারি মোঃ কবির হোসেন, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি এম এ ওয়াহেদ, এবং মোড়াকরি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার মিসির আলি প্রমুখ।
পীর সৈয়দ নাসির উদ্দীন জুয়েল বলেন, “সময়, কর্মব্যস্ততা ও অর্থনৈতিক সমস্যার কারণে গ্রামের অনেক মানুষ চোখের চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”