রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা
রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত সুলতানগঞ্জ নৌবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াৎ হোসেন।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় তিনি সরেজমিন পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, “সুলতানগঞ্জ নৌবন্দর চালুর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি। এটি একটি আন্তঃসংস্থাগত উদ্যোগ হওয়ায় সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় প্রয়োজন। বিষয়টি আমি ইতিবাচকভাবে দেখছি এবং উচ্চ পর্যায়ে আলোচনা করব।”
তিনি আরও বলেন, “প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে অচিরেই সুলতানগঞ্জ নৌবন্দরের কার্যক্রম শুরু হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
উল্লেখ্য, পরিদর্শনের শুরুতে উপদেষ্টা সরেজমিনে সুলতানগঞ্জ নৌবন্দর ও কোর্ট অব কল এলাকা ঘুরে দেখেন।