৬ দফা দাবিতে খুলনায় জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষা কমিশন গঠন, কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি ও সরকারি চাকরিতে অন্তর্ভুক্তির দাবিসহ ৬ দফা দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক ফোরাম।
আজ ২ আগস্ট (শুক্রবার) সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর ও জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি হাফেজ মাওলানা জি. এম. এমদাদুল হক এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মো. নিজামউদ্দিন মল্লিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি মো. নাসিরুদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা মাহবুবুল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন- মহানগর সহ-সভাপতি মো. কামরুল ইসলাম কচি, সদর থানা সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, দৌলতপুর থানা সভাপতি মুফতি আব্দুল্লাহ, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি মুফতি মোশতাক আহমেদ, সদর থানা সেক্রেটারি মুফতি নাজিমউদ্দিন, দৌলতপুর থানা সেক্রেটারি মুফতি শহিদুল ইসলাম, সোনাডাঙ্গা থানা প্রচার সম্পাদক মুফতি আছিফুর রহমান, ছাত্রনেতা মোহাম্মদ মাশরাফি বিন মোর্তজা এবং অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা তাদের ৬ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান এবং দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আন্দোলনের অংশ হিসেবে আগামী রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান নেতারা।