সেবা নিতে আসা মানুষই দেশের প্রকৃত মালিক: নসিমুল গনি
“সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষই দেশের প্রকৃত মালিক”—এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নসিমুল গনি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা বিভাগ ও এর আওতাধীন জেলাগুলোর (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, পিরোজপুর) সরকারি দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নিয়ে “পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব নসিমুল গনি বলেন, “সরকারি কর্মকর্তাদের মনে রাখতে হবে, তাদের বেতন জনগণের টাকায়। তাই সেবা দিতে অনীহা দেখানো বা জনগণকে হয়রানি করার সুযোগ নেই। সেবা দিতে প্রয়োজনে জনগণের কাছে গিয়ে, সদয় আচরণ ও সুবিচার নিশ্চিত করতে হবে। সেবা প্রদানের প্রক্রিয়া যত সহজ করা যায়, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের সন্তানেরা দেশের পরিবর্তনের জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছে। ১৯৭১ সালে যেমন রক্ত দিয়ে স্বাধীনতা এসেছে, তেমনি ২০২৪ সালেও আমরা চোখের সামনে সেই আত্মত্যাগ দেখেছি। এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না, নিজেদের পরিবর্তন করেই দেশকে বদলাতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক।