লাখাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান
হবিগঞ্জের লাখাই উপজেলায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ২৭ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) প্রকল্পের আওতায় এই আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের অনুপ্রেরণা দিতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্বে শিক্ষার্থীরাই আসবে, তাই এখনই তাদের গড়ে তুলতে হবে।”
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন বলেন, “পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। নিয়মিত অভিভাবক বৈঠকের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হরিকেশ দাশ, উপজেলা একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা, কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, সাংবাদিক এম এ ওয়াহেদ, শিক্ষার্থী তাকিয়া আক্তার দীপা ও অভিভাবক জাকারিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্মাননা হিসেবে এসএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা এবং এইচএসসি ও সমমান উত্তীর্ণদের ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য নানা পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।