মুক্তির আগেই ‘কিংডম’ ঘিরে বক্স অফিসে আগ্রহের ঝড়
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বিজয় দেবেরাকোন্ডার নতুন ছবি ‘কিংডম’। মুক্তির আগেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে প্রবল দর্শক আগ্রহ। মাত্র ২৪ ঘণ্টায় অনলাইনে বিক্রি হয়ে গেছে ৩০ হাজারের বেশি টিকিট—যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, বড়পর্দায় ঝড় তুলতে চলেছে এই গ্যাংস্টার ড্রামা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, টিকিট বুকিং শুরুর সঙ্গে সঙ্গেই ‘কিংডম’ উঠে আসে দেশের সব বড় বুকিং প্ল্যাটফর্মের ট্রেন্ডিং তালিকার শীর্ষে।
সাম্প্রতিক কালে বিজয় দেবেরাকোন্ডার কিছু সিনেমা বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও ‘কিংডম’ হতে পারে তার জন্য একটি সফল প্রত্যাবর্তন। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ছবিটির অগ্রিম বুকিংয়ের চিত্র নজরকাড়া।
দর্শকের এমন উচ্ছ্বাস দেখে আগামী ৩০ জুলাই বিশাল পরিসরে একটি গ্র্যান্ড প্রিমিয়ার আয়োজন করতে যাচ্ছে নির্মাতারা।
গৌতম তিন্নানুড়ি পরিচালিত এবং সিতারা এন্টারটেইনমেন্টস প্রযোজিত ‘কিংডম’ একটি গ্যাংস্টার ড্রামা, যেখানে কেন্দ্রীয় চরিত্রে রয়েছে দুই ভাইয়ের সম্পর্ক ও সংঘাত। ছবির অ্যাকশন দৃশ্য, আবহসংগীত ও সংলাপ ইতোমধ্যে দর্শকের আগ্রহ বাড়িয়ে তুলেছে।