রামপালে ‘নদী ও নারী’ শীর্ষক কর্মশালা:
জলবায়ু ন্যায্যতায় গ্রামীণ নারীর ভূমিকা নিয়ে আলোচনা
বাগেরহাটের রামপালে জলবায়ু ন্যায্যতায় নারীর ভূমিকা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হলো “নদী ও নারী: জলবায়ু ন্যায্যতার গ্রামীণ উদ্যোগ” শীর্ষক একটি কর্মশালা।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫-এর অংশ হিসেবে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথি ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) মো. মোতালেব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা।
এছাড়া ‘ইয়োথ ফর দ্য সুন্দরবন’-এর রামপাল শাখার সদস্য এম. আর. সিফাত, রাসেল শেখ, প্রান্ত বিশ্বাস, অর্ণব মণ্ডল, ঝুমকা কর্মকারসহ আরও অনেকে বক্তব্য দেন।
কর্মশালায় জলবায়ু পরিবর্তনজনিত সংকটে নারীদের ভূমিকা, সচেতনতা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় মাদকের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের স্বাস্থ্য সচেতনতা, প্রাকৃতিক দুর্যোগে নারী হাইজিন সংকট, প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও নারী শিক্ষার প্রসারসহ নানা বিষয় উঠে আসে।
আলোচকরা বলেন, “সচেতনতা মূলক অনুষ্ঠান, সভা কিংবা সেমিনারই যথেষ্ট নয়—এই সমস্যা সমাধানে চাই বাস্তবধর্মী পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগ।”
কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইমাম, ধর্মীয় নেতৃবৃন্দ, অভিভাবক, স্থানীয় যুব সংগঠন ‘জুলাই বিপ্লব’-এর সদস্য ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।