ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

চেকপোস্ট ডেস্ক::

কোটাবিরোধী আন্দোলন ঘিরে নাশকতার প্রতিবাদে রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সকাল ১০টায় এই বিক্ষোভ মিছিল করেন তারা। স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবির কর্তৃক নাশকতা করার আশঙ্কায় স্থানীয় সংসদ সদস্য ড. আওলাদ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল করে।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ড. আওলাদ হোসেন বলেন, সাম্প্রতিক কোটা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় জামায়াত-শিবির সরাসরি সম্পৃক্ত রয়েছে। ওরা সারা দেশে ও রাজধানীর যাত্রাবাড়ী-শনিরআখড়া এলাকায় হামলা, ভাঙচুর, নিপীড়ন, নির্যাতন, ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় সন্ত্রাসীরা কর্তব্যরত সোনালী নামের এক নারী সাংবাদিককে নির্যাতন করেছে। নৈরাজ্যকর পরিস্থিতিতে সারা দেশে প্রায় শতাধিক প্রাণহানি ঘটেছে, বিটিভি, সেতুভবনসহ অসংখ্য সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে। অসংখ্য সরকারি-বেসরকারি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের আবেগের জায়গা, মেট্রোরেলের দুইটি স্ট্রেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজা ধ্বংস করেছে। রাজধানীর শনিরআখড়া এলাকায় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে লাশ ফুটওভারের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
৫০৮ বার পড়া হয়েছে

নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

আপডেট সময় ০৭:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

কোটাবিরোধী আন্দোলন ঘিরে নাশকতার প্রতিবাদে রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সকাল ১০টায় এই বিক্ষোভ মিছিল করেন তারা। স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবির কর্তৃক নাশকতা করার আশঙ্কায় স্থানীয় সংসদ সদস্য ড. আওলাদ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল করে।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ড. আওলাদ হোসেন বলেন, সাম্প্রতিক কোটা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় জামায়াত-শিবির সরাসরি সম্পৃক্ত রয়েছে। ওরা সারা দেশে ও রাজধানীর যাত্রাবাড়ী-শনিরআখড়া এলাকায় হামলা, ভাঙচুর, নিপীড়ন, নির্যাতন, ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় সন্ত্রাসীরা কর্তব্যরত সোনালী নামের এক নারী সাংবাদিককে নির্যাতন করেছে। নৈরাজ্যকর পরিস্থিতিতে সারা দেশে প্রায় শতাধিক প্রাণহানি ঘটেছে, বিটিভি, সেতুভবনসহ অসংখ্য সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে। অসংখ্য সরকারি-বেসরকারি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের আবেগের জায়গা, মেট্রোরেলের দুইটি স্ট্রেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজা ধ্বংস করেছে। রাজধানীর শনিরআখড়া এলাকায় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে লাশ ফুটওভারের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।