রামপাল ও মোংলায় দুই মহিলা কলেজে ছাত্রদলের আংশিক কমিটি গঠন, অভিনন্দন জানালেন নেতৃবৃন্দ
বাগেরহাট জেলার রামপাল উপজেলার সুন্দরবন মহিলা কলেজ ও মোংলা উপজেলার মোংলা মহিলা কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত ২৭ জুলাইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চার সদস্যের এই কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেত্রীদের নাম-সভাপতি: শামিরা শাম্মী কেয়া, সিনিয়র সহ-সভাপতি: ফারজানা ফেরদৌসি নদী, সাধারণ সম্পাদক: জান্নাতারা আক্তার পুষ্প, সাংগঠনিক সম্পাদক: ফারজানা আফরিন লিজা।
মোংলা মহিলা কলেজ কমিটি
পাঁচ সদস্যের এই কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন-সভাপতি: হেনা খাতুন, সিনিয়র সহ-সভাপতি: মোসাম্মৎ সুমি আক্তার, সাধারণ সম্পাদক: মোসাম্মৎ সুমনা আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: নুসরাত জাহান ইভা, সাংগঠনিক সম্পাদক: অন্তরা বিশ্বাস।
দুই কলেজের নবগঠিত ছাত্রদল কমিটির নেত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমাসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্ব সংগঠনকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবে এবং ছাত্রদলের আদর্শ ছাত্রী সমাজের মাঝে ছড়িয়ে দেবে।