ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা পিআইডির আয়োজনে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। শনিবার (২৮ জুলাই) সকালে অফিসের সংবাদ কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত। তিনি বলেন, “জুলাই আন্দোলন আমরা চোখের সামনে দেখেছি। এই আন্দোলনের সূচনালগ্নে দাবিগুলো ছিল সম্পূর্ণ যৌক্তিক। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা নিয়ে বৈষম্যের প্রতিবাদ করতে গিয়ে তরুণরা রাজপথে নেমেছিল। পরবর্তীতে তা রূপ নেয় গণঅভ্যুত্থানে।”

তিনি আরও বলেন, “আন্দোলনের সময় অনেক তরুণ প্রাণ হারিয়েছেন, অনেকেই আহত হয়ে স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। এই আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সময় এসেছে এই দেশকে সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার। অন্যথায় আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাজী মো. জালাল উদ্দীন, ডেপুটি রেজিস্ট্রার, খুলনা বিশ্ববিদ্যালয়, নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

সভায় আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সোহরাব হোসেন এবং দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যমকর্মীসহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
৫২১ বার পড়া হয়েছে

খুলনা পিআইডির আয়োজনে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় ১২:১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। শনিবার (২৮ জুলাই) সকালে অফিসের সংবাদ কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত। তিনি বলেন, “জুলাই আন্দোলন আমরা চোখের সামনে দেখেছি। এই আন্দোলনের সূচনালগ্নে দাবিগুলো ছিল সম্পূর্ণ যৌক্তিক। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা নিয়ে বৈষম্যের প্রতিবাদ করতে গিয়ে তরুণরা রাজপথে নেমেছিল। পরবর্তীতে তা রূপ নেয় গণঅভ্যুত্থানে।”

তিনি আরও বলেন, “আন্দোলনের সময় অনেক তরুণ প্রাণ হারিয়েছেন, অনেকেই আহত হয়ে স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। এই আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সময় এসেছে এই দেশকে সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার। অন্যথায় আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাজী মো. জালাল উদ্দীন, ডেপুটি রেজিস্ট্রার, খুলনা বিশ্ববিদ্যালয়, নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

সভায় আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সোহরাব হোসেন এবং দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যমকর্মীসহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।