খুলনায় সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ শুরু
খুলনায় শুরু হয়েছে সাংবাদিকদের জন্য ‘ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা’ বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। রোববার (২৮ জুলাই) সকালে নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় নিউজ নেটওয়ার্ক আয়োজিত এ প্রশিক্ষণে খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ। তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। আগে একটি সংবাদ পেতে সময় লাগত, এখন প্রযুক্তির কারণে তাৎক্ষণিকভাবে সব কিছু জানা যাচ্ছে। কিন্তু ডিজিটাল মিডিয়ার প্রসারের সঙ্গে সঙ্গে মানহীন ও অপসাংবাদিকতার বিস্তারও বেড়েছে।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতার জন্য জাতীয় পর্যায়ে একটি নির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। যোগ্যতার অভাবে অনেক ক্ষেত্রে মানহীন সংবাদ পরিবেশিত হচ্ছে। সাহিত্যের প্রতি ভালো ধারণা না থাকলে সংবাদ ভাষাগতভাবে দুর্বল হয়।”
প্রশিক্ষণের প্রথম দিন অংশগ্রহণকারীদের প্রত্যাশা নির্ধারণ ও প্রাক্ মূল্যায়ন করা হয়। এরপর নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহিদুজ্জামান সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা, সাইবার হুমকি, ফিশিং, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, ফিজিক্যাল নিরাপত্তা, মাঠপর্যায়ে সতর্কতা ও সংকটকালে করণীয় বিষয়ে আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্ক খুলনার সমন্বয়কারী দিদারুল আলম, কর্মকর্তা রেজাউল করিম, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।