খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্যদের নিয়োগ, ভুয়া নথিপত্র প্রস্তুত ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রহমান খানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (২৭ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপপরিচালক সুচিত্রা সেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার প্রধান আসামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রহমান খান। তার সঙ্গে মামলায় আসামি করা হয়েছে সাবেক রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত আরও ১৫ কর্মকর্তাকে। তারা হলেন- শাখা কর্মকর্তা মো. জসীমউদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা মুরাদ বিল্লাহ, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট আনিসুর রহমান রিন্টু, এ বি এম আরিফুল ইসলাম তুরান, মো. শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সুলতান মাহমুদ, খায়রুল বাশার রিয়াজ, কম্পিউটার অপারেটর মো. মাসুদ রানা, শাহরীন ইসলাম মীম, ল্যাব টেকনিশিয়ান রীনা খাতুন, ল্যাব অ্যাটেনডেন্ট মো. হাবিবুর রহমান, অফিস সহায়ক মো. ওয়াহিদুজ্জামান, আছিয়া খাতুন।
দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরিকল্পিতভাবে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি করেছেন। তারা যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের পক্ষে ভুয়া সুপারিশ ও কাগজপত্র তৈরি করেন। এমনকি ফেল করা প্রার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে নিয়োগ দেওয়া হয়।
এইসব কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশ দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্র জানায়, তদন্তে সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষায় একাধিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে। মামলাটি অনুসন্ধান শেষে দ্রুত বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।