আগামী নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জ: প্রধান নির্বাচন কমিশনার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের সঠিক পথে অগ্রসর হওয়ার সুযোগ। তবে যদি আমরা ব্যর্থ হই, তার খেসারত পুরো জাতিকে ভুগতে হবে।
২৬ জুলাই খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে নানা প্রতিবন্ধকতা থাকলেও সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন নিশ্চিত করতে হবে।
সভায় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে খুলনা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।