মালয়েশিয়ায় প্রবেশে ব্যর্থ ৮০ বাংলাদেশি ফেরত পাঠানো হয়েছে
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় ৮০ বাংলাদেশিসহ মোট ৯৯ জন বিদেশিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) শুক্রবার (২৫ জুলাই) বিমানবন্দরে পরিচালিত সাত ঘণ্টার বিশেষ অভিযানে এ সিদ্ধান্ত নেয়।
অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীর তথ্য যাচাই করা হয়। ফেরত পাঠানোদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় ও ৯ জন পাকিস্তানি ছিলেন। তাদের ভ্রমণ নথি ও উদ্দেশ্যে অসঙ্গতি পাওয়ায় প্রবেশ অনুমতি দেয়া হয়নি।
একেপিএস জানিয়েছে, মানবপাচার ও ভিসার অপব্যবহার রোধে নিয়মিত এ ধরনের অভিযান চলবে। এর আগে ২৪ জুলাই একই কারণে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।
ট্যাগস :