কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেলেও উন্নয়ন পাননি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিশোরগঞ্জবাসী রাষ্ট্রপতি পেয়েছেন, কিন্তু তারা শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন। হাওরবেষ্টিত এই এলাকায় কৃষকরা হয়রানির শিকার, শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না এবং চিকিৎসা ব্যবস্থা সংকটে ভুগছে।
শনিবার (২৬ জুলাই) রাতে কিশোরগঞ্জ শহরের স্বাধীনতা চত্বরে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। পদযাত্রা পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বরে শেষ হয়।
নাহিদ বলেন, “কিশোরগঞ্জের বহু এলাকায় স্কুল আছে, কিন্তু শিক্ষক নেই; হাসপাতাল আছে, কিন্তু ডাক্তার নেই; বাজেট থাকলেও ভালো রাস্তা নেই। এখানে কর্মসংস্থানের সুযোগও নেই। আমরা কিশোরগঞ্জের এই চিত্র বদলে দিতে চাই।”
তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টি দুর্নীতিমুক্ত ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার করে। তরুণদের কর্মসংস্থান ও কৃষকদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
নাহিদ যোগ করেন, “গণঅভ্যুত্থানের অঙ্গীকার অনুযায়ী নতুন সরকার এসেছে, কিন্তু নতুন দেশ গড়ার লক্ষ্যে কাজ এখনো বাকি। আমাদের লড়াই নতুন দেশ গড়ার আগ পর্যন্ত চলবে।”