‘দ্রুতই টেস্ট থেকে অবসর নিতে পারেন বুমরাহ’: মোহাম্মদ কাইফের মত
সাম্প্রতিক চোটজনিত সমস্যায় বারবার নাজুক অবস্থায় পড়ছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। চলমান ইংল্যান্ড সিরিজের হেডিংলি ও লর্ডস টেস্টের পর ম্যানচেস্টারে খেললেও প্রত্যাশিত বোলিং করতে পারেননি। ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ মনে করেন, এই অবস্থায় থাকলে বুমরাহ খুব শিগগিরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন।
কাইফ বলেন, “বুমরাহ শরীর নিয়ে সমস্যায় আছেন। সে নিজের সর্বোচ্চ দিতে পারছে না, তাই হয়তো শিগগিরই টেস্ট থেকে বিদায় নেবে।” তিনি আরও জানান, “বুমরাহর বোলিং গতিতে পরিপূর্ণতা নেই। গতিতে অনেক কমে এসেছে যা তার কার্যকারিতায় প্রভাব ফেলছে।”
তিনি উল্লেখ করেন, “তার মধ্যে এখনও প্যাশন আছে, কিন্তু ফিটনেসের অভাবে তার শরীর সাড়া দিচ্ছে না। ভারতের টেস্ট ক্রিকেটের জন্য এটা কঠিন সময়।” কাইফের মতে, বিরাট কোহলি, রোহিত শর্মা ও অশ্বিনের অনুপস্থিতির পর ভারতীয় ক্রিকেট ভক্তদের নতুন খেলোয়াড়দের অভ্যস্ত হতে হবে।