আল-জাজিরার সাংবাদিকদের ‘থাপড়ানোর’ হুমকি ছাত্র ইউনিয়ন নেত্রীর!
আল-জাজিরার সাম্প্রতিক তথ্যচিত্রে সাক্ষাৎকার নির্বাচনের সমালোচনা করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজিফা জান্নাত কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আল-জাজিরার সাংবাদিকদের ‘কষায়ে থাপড়ানো উচিত’ বলে মন্তব্য করেন, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আলোচিত তথ্যচিত্রের শিরোনাম ছিল: “জুলাইয়ের ৩৬ দিন: উন্মোচিত হচ্ছে শেখ হাসিনার গোপন আদেশনামা”। এতে দাবি করা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের সময় শেখ হাসিনা সরাসরি প্রাণঘাতি হামলার নির্দেশ দিয়েছিলেন।
তথ্যচিত্রে ছাত্রশিবিরের সাবেক নেতা সাদিক কায়েমের সাক্ষাৎকার থাকলেও, আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের-নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-কারও বক্তব্য নেয়া হয়নি। এ নিয়ে সামাজিক মাধ্যমে অসন্তোষ দেখা দেয়।
এএইচএম শাহীন নামের একজন ফেসবুক ব্যবহারকারী এক পোস্টে বলেন, “জুলাই আন্দোলনের মূল মুখ ছিলেন নাহিদ। অথচ তাকে উপেক্ষা করে আল-জাজিরা সাদিক কায়েমকে সামনে এনেছে।”
এই পোস্ট শেয়ার করে নাজিফা জান্নাত লেখেন, “আল-জাজিরার এই রিপোর্ট সংশ্লিষ্ট সাংবাদিকদের কষায়ে থাপড়ানো উচিত। আই মিন সিরিয়াস জবাবদিহিতার মধ্যে আনা উচিৎ।”
তিনি আরও লেখেন, “ছাত্রলীগের আমব্রেলার নিচে ঘাপটি মেরে থাকা সাদিক কায়েম নাকি জুলাই গণঅভ্যুত্থানের ফিগার! শেইম!”
এ বিষয়ে জানতে চাইলে নাজিফার ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।