শোয়ার সময় যে দোয়া পড়লে গুনাহ মাফ হয়
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি রাতে শোয়ার সময় একটি নির্দিষ্ট দোয়া তিনবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন-চাইলেই তা সমুদ্রের ফেনা, গাছের পাতার সংখ্যা, মরুভূমির বালুকণা কিংবা দুনিয়ার দিনের সংখ্যার মতো বেশি হোক না কেন।
দোয়াটি হলো:
আরবি:
أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ:
আস্তাগফিরুল্লাহাল্লাযি লা-ইলা-হা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু ওয়া আতূবু ইলাইহি।
অর্থ: আমি ক্ষমা চাই সেই আল্লাহর কাছে, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক; আর আমি তাঁর কাছেই তাওবা করছি।
(সূত্র: সুনানে তিরমিজি, হাদিস ৩৩৯৭)
আল্লাহ রাহমান ও রাহিম। বান্দা যত বড় গোনাহগার হোক না কেন, সে যদি আন্তরিক অনুশোচনায় তাওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। কোরআনে বলা হয়েছে-“হে আমার সেই বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ ক্ষমা করে দেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু।”
(সুরা আয-জুমার: ৫৩)
এছাড়াও সুরা নিসায় আল্লাহ বলেন-“যে ব্যক্তি মন্দ কাজ করে বা নিজের প্রতি জুলুম করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে— সে আল্লাহকে ক্ষমাশীল ও পরম দয়ালু হিসেবেই পায়।”
(সুরা নিসা: ১১০)
আল্লাহ তাআলার অসীম দয়ার প্রতি আস্থা রাখা প্রতিটি মুসলমানের কর্তব্য। আমরা যেন কখনোই তাঁর রহমত থেকে নিরাশ না হই এবং প্রতিদিন অন্তর থেকে তওবা ও ইস্তিগফার করে তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।