জয়পুরহাটে “জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে” লাখো কণ্ঠে শপথ
“জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে” শীর্ষক লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী ও অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাইনর নাহার, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জিসান আহমেদ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি ও অন্যান্য অতিথিরা। তারা “জুলাই পূর্ণজাগরণ” কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের শপথ পাঠ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক একটি মঞ্চ নাটক পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।