রাজশাহীতে শুরু হলো বিভাগীয় বৃক্ষমেলা
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানে রাজশাহীতে শুরু হয়েছে ২০ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীন চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপকারভোগী ও ভূমি মালিক সংস্থার সদস্যদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব রুমানা আফরোজ, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম এবং রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহসহ স্থানীয় প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা নিয়ে অংশ নিয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারিগুলো। রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মেলায় প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
এ মেলা আগামী ২০ দিনব্যাপী প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।