ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাজিফা-নাফির পরিবারের সঙ্গে সাক্ষাতে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দিলেন বিমানবাহিনী প্রধান

চেকপোস্ট ডেস্ক::

ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী তাহনিয়া আশরাফ নাজিফা ও আরিয়ান আশরাফ নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শুক্রবার (২৫ জুলাই) তিনি শোকাহত পরিবারের খোঁজখবর নেন ও গভীর সমবেদনা জানান।

আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন বাহিনীপ্রধানের পাশাপাশি একজন পিতা ও অভিভাবক হিসেবেও তিনি পরিবারগুলোর এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তিনি বলেন, “এই শোক প্রকাশের ভাষা নেই,” এবং যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

এ সময় বিমানবাহিনী প্রধানের পত্নী, বাফওয়ার সভানেত্রী সালেহা খানও উপস্থিত ছিলেন। তিনি শোকাহত মায়েদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সস্ত্রীক বিমানবাহিনী প্রধান নিহত শিশুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রসঙ্গত, তুরাগে মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের সম্মানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুরে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ ছাড়া রাজশাহীর সপুরায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের কবর জিয়ারত করা হয়। উত্তরার তাফালিয়া মাঠে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মানের জানাজায় বিমানবাহিনীর প্রতিনিধি দল অংশ নেয় ও কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের বিমানবাহিনী ঘাঁটি ও ইউনিটের মসজিদগুলোতে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকার বিমান ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে আয়োজিত প্রধান দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সাবেক বিমানবাহিনী প্রধানগণসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নিহত বৈমানিকের পরিবার এবং মাইলস্টোন স্কুলের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৩১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

নাজিফা-নাফির পরিবারের সঙ্গে সাক্ষাতে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দিলেন বিমানবাহিনী প্রধান

আপডেট সময় ১০:৩১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী তাহনিয়া আশরাফ নাজিফা ও আরিয়ান আশরাফ নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শুক্রবার (২৫ জুলাই) তিনি শোকাহত পরিবারের খোঁজখবর নেন ও গভীর সমবেদনা জানান।

আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন বাহিনীপ্রধানের পাশাপাশি একজন পিতা ও অভিভাবক হিসেবেও তিনি পরিবারগুলোর এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তিনি বলেন, “এই শোক প্রকাশের ভাষা নেই,” এবং যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

এ সময় বিমানবাহিনী প্রধানের পত্নী, বাফওয়ার সভানেত্রী সালেহা খানও উপস্থিত ছিলেন। তিনি শোকাহত মায়েদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সস্ত্রীক বিমানবাহিনী প্রধান নিহত শিশুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রসঙ্গত, তুরাগে মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের সম্মানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুরে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ ছাড়া রাজশাহীর সপুরায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের কবর জিয়ারত করা হয়। উত্তরার তাফালিয়া মাঠে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মানের জানাজায় বিমানবাহিনীর প্রতিনিধি দল অংশ নেয় ও কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের বিমানবাহিনী ঘাঁটি ও ইউনিটের মসজিদগুলোতে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকার বিমান ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে আয়োজিত প্রধান দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সাবেক বিমানবাহিনী প্রধানগণসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নিহত বৈমানিকের পরিবার এবং মাইলস্টোন স্কুলের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।