অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে ভারতীয় চিকিৎসক দল
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল। শুক্রবার (২৫ জুলাই) তারা দ্বিতীয়বারের মতো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে রোগীদের শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এক ফেসবুক পোস্টে ভারতীয় হাইকমিশন জানায়, ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনার পর গুরুতর আহতদের সহায়তা করতে তিন সদস্যের ভারতীয় মেডিকেল টিম ঢাকায় এসেছে। দলটি ইতোমধ্যে ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছে, কিছু রোগীর সঙ্গে সরাসরি কথা বলেছে এবং তাদের আরোগ্য প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে।
এছাড়া, রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যবহৃত প্রোটোকল নিয়ে আলোচনা করেছে এবং বিভিন্ন চিকিৎসাপদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে ভারতীয় টিমটি।
উল্লেখ্য, দুর্ঘটনার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার ভারতীয় মেডিকেল টিমটি ঢাকায় আসে।