৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জোনায়েদ সাকির
গামী ৫ আগস্ট জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে দলের চট্টগ্রাম জেলা শাখার আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি জানান।
জোনায়েদ সাকি বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি প্রক্রিয়া একসঙ্গে এগোতে হবে। গণতান্ত্রিক উত্তরণ এখন দেশের প্রধান জাতীয় স্বার্থ। তাই আগামী ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা জরুরি। যদি তা না হয়, তাহলে তার পরবর্তী কোনো দ্রুততম সময়ের মধ্যেই তারিখ নির্ধারণ করতে হবে।”
তিনি অভিযোগ করেন, সুষ্ঠু পরিবেশের অভাবের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে তিনি বলেন, “নির্বাচনের জন্য অবশ্যই শান্তিপূর্ণ পরিবেশ দরকার। কিন্তু এটিকে অজুহাত বানিয়ে ভোট পেছানো যাবে না। কেউ যদি ক্ষমতা দখলের অপচেষ্টা করে, তবে তা রুখে দিতে হবে।”
বর্তমান নির্বাচন ব্যবস্থা নিয়ে সাকি বলেন, “অনেকে বলছেন, নির্বাচন হলেও আগের লোকেরাই ক্ষমতায় আসবে। আমি বলি, দেশের জনগণ যদি সত্যিকারের নির্বাচনে আগের কাউকে বেছে নেয়, তাহলে আপনি কে তাদের পছন্দ নিয়ে প্রশ্ন তোলার? আপনি মনে করেন আপনি সব বোঝেন, আর জনগণ বোঝে না?”
সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম নির্বাহী সমন্বয়ক নাসিরউদ্দিন তালুকদার। এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আতিকুর রহমান এবং দলের জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. হারুন।