‘থ্রি ইডিয়টস’ অভিনেতার সিনেমায় থাকছেন না খায়রুল বাশার, হতবাক নির্মাতা
বলিউডের জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টস-এর অভিনেতা শারমান জোশি এবার প্রথমবারের মতো অভিনয় করছেন একটি বাংলা সিনেমায়। টালিউডে নির্মিতব্য ভালোবাসার মরশুম নামের এই সিনেমায় শারমানের সঙ্গে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে চমকপ্রদ খবর হলো—এই সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ালেন আরেক অভিনয়শিল্পী খায়রুল বাশার। বিষয়টি নিয়ে হতবাক হয়েছেন সিনেমার পরিচালক এম এন রাজ।
এক ফেসবুক পোস্টে খায়রুল বাশার জানিয়েছেন, “ভালোবাসার মরশুম সিনেমায় আমার অভিনয়ের কথা চলছিল এবং প্রায় চুক্তিবদ্ধ হওয়ার পর্যায়ে ছিলাম। তবে শিডিউল জটিলতার কারণে আমাকে সিনেমাটি থেকে সরে দাঁড়াতে হচ্ছে।”
এই ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক এম এন রাজ। তার দাবি, “খায়রুল বাশার সিনেমাটিতে কাজ করার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং পারিশ্রমিকের এক চতুর্থাংশও তাকে দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) তিনি ইমেইলে অফিসিয়ালি অভিনয়ের কনফার্মেশন দেন, আর পরদিনই জানিয়ে দেন তিনি সিনেমাটি করছেন না।”
পরিচালক আরও বলেন, “এখন পর্যন্ত খায়রুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যাচ্ছে না। কী হবে, তা স্পষ্ট নয়।”
ভালোবাসার মরশুম সিনেমায় খায়রুল বাশারের চরিত্রটি ছিল ‘গৌরব’ নামের এক যুবকের। মূল গল্পে শারমান জোশি অভিনয় করছেন ‘আবির’ নামের এক কলেজ প্রফেসরের চরিত্রে, যার অতীতে ছিল পারমিতা (সুস্মিতা চ্যাটার্জি) নামের এক প্রেমিকা। বর্তমান সময়ের ছাত্রী হিয়া (তানজিন তিশা) ধীরে ধীরে আবিরের প্রেমে পড়েন এবং তাদের বিয়েও হয়। কিন্তু এক সময় আবির হিয়াকে এড়িয়ে চলতে শুরু করেন—সেই রহস্য ঘিরেই গল্প এগোয়। গল্পে গৌরবের উপস্থিতি সেই টানাপড়েনকে আরও গভীর করে তোলে।