বিধ্বংসী ডাবল সেঞ্চুরিতে ১৮ বছর বয়সী ব্যাটারের বিশ্বরেকর্ড
দক্ষিণ আফ্রিকার ১৮ বছর বয়সী ব্যাটার জরিখ ভ্যান স্কালভিক অনূর্ধ্ব–১৯ ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়লেন। মাত্র দ্বিতীয় ম্যাচেই ১৫৩ বলে ২১৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে গড়েছেন যুব ওয়ানডে ক্রিকেটের নতুন বিশ্বরেকর্ড।
এর আগে অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদার ১৯১ রান (২০১৮ সালে, কেনিয়ার বিপক্ষে)। সাত বছর পর সেই রেকর্ড ছাড়িয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৯ পর্যায়ে ডাবল সেঞ্চুরি হাঁকালেন স্কালভিক।
মাত্র এক সপ্তাহ আগে, ১৭ জুলাই অনূর্ধ্ব–১৯ ওয়ানডে অভিষেক হয় স্কালভিকের। সেই ম্যাচে ৯ বলে শূন্য রানে আউট হলেও, পরের ম্যাচেই ১৬৪ রানের ইনিংস খেলে আলোড়ন তোলেন। আর এবার ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের ইনিংস খেলে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেন।
তার ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো:
-
৫০ রান: ৪৮ বলে
-
১০০ রান: ৮৬ বলে
-
১৫০ রান: ১২২ বলে
-
২০০ রান: ১৪৫ বলে
-
আউট হন: ১৫৩ বলে ২১৫ রান (১৯ চার, ৬ ছক্কা)
হারারেতে শুরু হওয়া বাংলাদেশ, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয় স্বাগতিক জিম্বাবুয়ের। টস জিতে ব্যাটিংয়ে নেমে স্কালভিকের দুর্দান্ত ইনিংসের কল্যাণে প্রোটিয়ারা সংগ্রহ করে ৩৮৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে অলআউট হয় মাত্র ১১০ রানে। দুই ওপেনার ছাড়া বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ইনাথি খিটশিনি ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং গুঁড়িয়ে দেন। ২৭৮ রানের বিশাল জয় দিয়ে সিরিজে শুভ সূচনা করে প্রোটিয়ারা।
এই স্কালভিকের ভয়ানক ফর্মের প্রভাব এরই মধ্যে টের পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলও। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলেও সেই ম্যাচে স্কালভিক করেছিলেন ১৫৬ রান। এরপরই এল বিশ্বরেকর্ড গড়া ইনিংস।