উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন সাবেক সচিব ড. মো: ফরিদুল ইসলাম
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সচিব ড. মো: ফরিদুল ইসলাম।
এক শোকবার্তায় তিনি বলেন, “এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।”
তিনি বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, বিশেষ করে শিশুরা—তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে সরকার যেন পাশে দাঁড়ায়, সেই আহ্বান জানাই।”
সাবেক সচিব আরও বলেন, “যেসব পরিবার প্রিয়জন হারিয়ে শোকাহত, সেই কঠিন মুহূর্তে মহান আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দেন, এই প্রার্থনা করি।”
ড. মো: ফরিদুল ইসলাম দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থীদের বিশেষভাবে স্মরণ করে বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা হারালাম। এটি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, আহতদের সুচিকিৎসা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সার্বিক সহায়তা নিশ্চিত করতে যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।